মাননীয় শিক্ষামন্ত্রীর হাত থেকে আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার রানার্স আপ এর পুরস্কার গ্রহণ করে বেরোবি রোভার স্কাউট গ্রুপ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতার রানার্স আপ এর পুরস্কার, মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এর হাত থেকে গ্রহণ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, রংপুর। 


০৬ জানুয়ারি ২০২২ সকাল ১১ ঘটিকায় রোভার পল্লী, বাহাদুরপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল কর্তৃক আয়োজিত প্রতিভা অন্বেষণ ও আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে থাকার কথা ছিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এর মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি (অসুস্থতার জন্য আসতে পারেন নি), প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন প্রধান জাতীয় কমিশনার, বাংলাদেশ স্কাউটস ও কমিশনার (অনুসন্ধান), দুর্নীতি দমন কমিশন ড. মোঃ মোজাম্মেল হক খান এবং অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল এর সম্মানিত সভাপতি প্রফেসর ড. মশিউর রহমান।






 উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়ার লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশিদ স্যারের নির্দেশনায় বেরোবি রোভার স্কাউট গ্রুপের সম্পাদক সৈয়দ আনোয়ারুল আজিম স্যারের দায়িত্বে বেরোবি রোভার স্কাউট গ্রুপের বিতার্কিকদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হোন। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সরকার এর মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, এমপি মহোদয়ের হাত থেকে পুরস্কার গ্রহণ করে বিতার্কিকরা। এ সময় বেরোবি রোভার স্কাউট গ্রুপ সম্পর্কে মত বিনিময় হয়। যার ফলস্বরূপ অনুষ্ঠান শেষে মাননীয় শিক্ষামন্ত্রীর সাথে ছবি (সেলফি) তোলার সুযোগ লাভ করে বেরোবি রোভার স্কাউট গ্রুপের বিতার্কিক দল।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশিদ স্যারের দিক নির্দেশনা ও আন্তরিকতার প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ।

Post a Comment

0 Comments