ব্যাজ পদ্ধতি স্কাউট আন্দোলনের একটি আকর্ষনীয় বৈশিষ্ঠ ও স্কাউট ট্রেনিংয়ের একটি গুরুত্ত্বপূর্ণ অঙ্গ। বিপি বলেছেন, “Patrol system means Training system, Training system means Badge system. If there is no badge system there is no scouting.”
ব্যাজ পদ্ধতির মাধ্যমে রোভার স্কাউটরা ধীর ও দৃঢ় পদক্ষেপে কার্যক্রমে নিজেদেরকে সুদক্ষ রোভার স্কাউট হিসেবে তৈরি করে। ব্যাজ প্রাপ্তি রোভার স্কাউটদের যোগ্যতা ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ। স্কাউট আন্দোলনের প্রবর্তক বিপি তার “স্কাউটিং ফর বয়েজ” বইয়ে উল্লেখ করতেছেন যুববয়সীদের নাগরিকত্বের গুণাবলী উন্নয়ন, চরিত্র উন্নয়ন শিশু-কিশোর ও যুবকদের বয়স অনুযায়ী তাদের কর্মদক্ষতা বাড়াতে ব্যাজ পদ্ধতি অত্যন্ত সহায়ক। বিপি তার মূল ট্রেনিং পদ্ধতিতে ব্যাজকে “ব্যাজ অব অনার” নামে অভিহিত করেছেন। ব্যাজের মাধ্যমে একজন রোভার স্কাউটের রেঙ্ক ও পদমর্যাদা প্রতিফলিত হয়।
ব্যাজ পদ্ধতির উদ্দেশ্যঃ
দক্ষতা ব্যাজঃ দক্ষতা ব্যাজ রোভারদের ব্যাজ অর্জনে স্কাউট কার্যাবলী, স্কাউট আদর্শ ও সেবামূলক হতে উদ্বুদ্ধ করে। বয়সের তারতম্য অনুযায়ী পর্যায়ক্রমিকভাবে ট্রেনিং গ্রহণ করার সুযোগ এনে দেয়।
১। সদস্য স্তর।
২। প্রশিক্ষণ স্তর।
৩। সেবা স্তর ।
(১) সদস্য ব্যাজ ও সদস্য স্তর শোল্ডার অ্যাপুলেটঃ একজন রোভার সহচর নির্দিষ্ট প্রোগ্রামের ওপর দক্ষতা অর্জন করে যখন দীক্ষা গ্রহণ করে, তখন সে সদস্য ব্যাজ ও সদস্য স্তরের শোল্ডার অ্যাপুলেট পরার যোগ্যতা অর্জন করে। দীক্ষা গ্রহণের আগে সদস্য ব্যাজ বা শোল্ডার অ্যাপুলেট পরা যাবে না এবং নিজেকে একজন রোভার হিসেবে কেউ পরিচয় দিতে পারবে না। দীক্ষা গ্রহণের পর শার্টের বুক পকেটের মাঝখানে সদস্য ব্যাজ সেলাই করে পড়তে হয়। স্কাউট শার্টের দুই কাঁধের ওপরে যে পেটি আছে সেই পেটিতে সদস্য স্তরের শোল্ডার অ্যাপুলেট দুইটি পরতে হবে।
(২) প্রশিক্ষণ স্তর অ্যাপুলেটঃ প্রশিক্ষণ স্তরের শোল্ডার অ্যাপুলেট দেখতে প্রায় একই রকম । শোল্ডার অ্যাপুলেটের ওপর স্কাউট মনোগ্রামের দুই পাশে একটি করে লাল দাগ থাকবে প্রশিক্ষণ স্তরের অ্যাপুলেটে। সদস্য স্তরের অ্যাপুলেট ও প্রশিক্ষণ স্তরের অ্যাপুলেটের মধ্যে পার্থক্য হলো সদস্য স্তরের অ্যাপুলেটে স্কাউট মনোগ্রামের পাশে কোন লাল দাগ নেই এবং প্রশিক্ষণ স্তরের অ্যাপুলেটের স্কাউট মনোগ্রামের দুই পাশে একটি করে লাল রংয়ের দাগ আছে। একজন রোভার যখন প্রশিক্ষণ স্তরের জন্য নির্দিষ্ট প্রোগ্রামের ওপর দক্ষতা অর্জন করে রোভার স্কাউট লিডার এবং মূল্যায়নকারীর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হয়, তখন তাকে কাঁধে সদস্য স্তরের অ্যাপুলেট খুলে প্রশিক্ষণ স্তরের অ্যাপুলেট পরিয়ে দেয়া হয়।
(৩) সেবা স্তর অ্যাপুলেটঃ প্রশিক্ষণ স্তরের অ্যাপুলেট ও সেবা স্তরের অ্যাপুলেট দেখতে মূলত একই তবে প্রশিক্ষণ স্তরের অ্যাপুলেট স্কাউট মনোগ্রামের দুই পাশে যেখানে একটি লাল রংয়ের দাগ আছে সে ক্ষেত্রে সেবা স্তরের অ্যাপুলেটে পাশাপাশি প্রায় একই জায়গায় দুইটি করে লাল রংয়ের দাগ রয়েছে। একজন রোভার যখন সেবা স্তরের জন্য নির্দিষ্ট প্রোগ্রামের ওপর দক্ষতা অর্জন করে রোভার স্কাউট লিডার এবং মূল্যায়নকারীর সন্তুষ্টি লাভ করতে সক্ষম হয়, তখন তাকে প্রশিক্ষণ স্তরের অ্যাপুলেট খুলে সেবা স্তরের অ্যাপুলেট পরিয়ে দেয়া হয় ।
প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাওয়ার্ডঃ প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড একজন রোভারের জন্য সর্বোচ্চ সম্মানজনক অর্জন। তাই একজন রোভার প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ডের যোগ্যতা অর্জন করলে তাঁকে প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাপুলেট প্রদান করা হয়। প্রেসিডেন্ট’স রোভার স্কাউট অ্যাপুলেট দেখতে অন্যান্য শোল্ডার অ্যাপুলেটের মতই। তবে এই দুই এর মধ্যে পার্থক্য হলো প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাপুলেটে স্কাউট মনোগ্রামের উপর একটি শাপলা ফুলের ছাপ আছে এবং নিচের অংশে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট কথাটি লেখা আছে।
একজন রোভার প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অর্জন করলে কাঁধে সেবা স্তরের অ্যাপুলেট খুলে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি তাকে প্রেসিডেন্ট'স রোভার স্কাউট অ্যাওয়ার্ড অ্যাপুলেট পরিয়ে দেন ।
দক্ষতা ব্যাজ
দক্ষতা অ্যাপুলেট সমূহ
|
|
|
|
পারদর্শিতা ব্যাজসমূহ
|
|
|
||||||
|
|
|
0 Comments