সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড

সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড (Community Development Award)
১২-২৫ বছর বয়স্ক কিশোর/ যুবকদের একটি স্বাস্থ্যকর সমাজের প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা দানের লক্ষ্যে সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড স্কীম চালু করা হয়। এ অ্যাওয়ার্ড অর্জন করতে হলে স্কাউট ও স্বাস্থ্য পারদর্শিতা ব্যাজ অর্জন করতে হবে। একজন রোভারকে চারটি সমাজ উন্নয়ন প্রকল্পে কাজ করে “প্রকল্প ব্যাজ” অর্জন করতে হবে।


একইভাবে একজন রোভার স্কাউট সদস্য স্তরে উঠার পর অ্যাওয়ার্ডের কাজ শুরু করতে পারবে এবং প্রকল্প ব্যাজ অর্জনের পর সেবা স্তরে অ্যাওয়ার্ড অর্জন করতে সক্ষম হবে। ব্যাজগুলো অর্জনের পদ্ধতি সম্পর্কে নিচে ব্যাখ্যা প্রাদান করা হলোঃ
 
 
টীকাদান কর্মী ব্যাজঃ 
১। ০৬টি মারাত্মক সংক্রামক ব্যাধি (ধনুষ্টংকার, ডিপথিরিয়া, হাম, পোলিও, যক্ষা, হুপিং কাশি) এবং সম্প্রসারিত টীকাদান কর্মসূচি সম্পর্কে ধারনা অর্জন।  
২। সহজে যোগাযোগ পদ্ধতি (শো কার্ড, পোস্টার) সাহায্যে সম্প্রসারিত টীকাদানের প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্ট পরিবারসমূহকে অবহিতকরণ এবং সংশ্লিষ্ট টীকাদান কেন্দ্রের সঙ্গে যোগাযোগ রাখার জন্য তাদের উদ্বুদ্ধ করার উপায় জানা। 
৩। ১০টি পরিবার তালিকাভুক্ত করে তাদের শিশুদের পূর্ণ কোর্স সম্প্রসারিত টীকা এবং ১৫-৪৫ বছর বয়স্ক সকল মহিলাকে টিটি গ্রহণে উদ্বুদ্ধকরণ এবং কোর্স সমাপ্ত হয়েছে কি না এ ব্যাপারে তাদের প্রমাণসহ নিশ্চিত করতে হবে।
 
 
শিশু স্বাস্থ্যকর্মী ব্যাজঃ 
১। গুরত্বপূর্ণ স্বাস্থ্য সংবাদ (ইপিআই এবং ওআরটি) সম্পর্কে জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যে ফ্লিপ চার্টসহ বিভিন্ন কৌশল অবলম্বন করার পদ্ধতি জানা। বিদ্যালয়ে, সামাজিক গুরুত্বপূর্ণ কেন্দ্রসমূহে এসব চার্ট প্রদর্শন করতে পারা। 
২।  বণির্ত তিনটি বিষয়ে যে কোন সরকারি কর্মসূচিতে কমপক্ষে ৭দিন সেবাদান করা। 
৩। সম্প্রসারিত টীকাদানের কর্মসূচি বাস্তবায়নে স্থান নির্বাচন ও প্রস্তুতিতে সহায়তা দান (‘মনি পতাকা উত্তোলন এলাকায় পরামর্শ প্রাদন ইত্যাদি) এবং নিকটবর্তী এলাকার লোকজনকে কোথায় এবং কখন সম্প্রসারিত টীকাদান করা হয় তা অবহিত করা। কমপক্ষে ৫-১০টি বাদ পরা পরিবারে ফিরতি পরিদর্শন কার্যক্রম বাস্তবায়ন করা এবং তাদের পূর্ণ কোর্স গ্রহনে উৎসাহিত করা।
 

পুষ্টি স্যালাইন ব্যাজঃ 
১। পুষ্টি স্যালাইন তৈরির উপকরণসমূহের পরিমান এবং যথাযথ পদ্ধতি সম্পর্কে জ্ঞানার্জন। ১০টি নির্ধারিত পরিবারের সহজ চিকিৎসা পদ্ধতি সংক্রান্ত সংবাদ পরিবেশন করা। 
২। পরিবারসমূহের সঙ্গে সংযোগ রক্ষার্থে উদরাময় রোগ নিরাময়ের সাধারণ ব্যবস্থা সম্পর্কে জ্ঞানার্জন (নলকূপের পানি, জনস্বাস্থ্য, খাদ্য সংরক্ষণ প্রস্তুতি, পরিষ্কার পরিচ্ছন্নতা)। 
৩। স্কুলগামী নয় এমন শিশুদের জন্য খাদ্যের পুষ্টিমান এবং কোন মৌসুমে কি কি খাদ্য পাওয়া যায় সে সম্পর্কে পরিবারসমূহকে যথাযথভাবে অবহিত করতে পারা।
৪। ভিটামিন ‘এ’-এর অভাবজনিত রোগের লক্ষণ ও কারন সম্পর্কে জ্ঞানার্জন এবং সংশ্লিষ্ট পরিবারসমূহকে এ সম্পর্কিত তথ্য পরিবেশন করা। মা-দের ভিটামিন-এ ক্যাপসুল গ্রহণে উৎসাহিত করা। বছরে কমপক্ষে ১০টি পরিবারে অন্তত দুবার ক্যাপসুল বিতরণ নিশ্চিত করা। 
৫। স্থানীয় বীজ বিতরণ স্কীম পর্যবেক্ষণ ও পরিবারসমূহকে এই কাজে অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ।
 
পুষ্টি স্যালাইন ব্যাজ

সমাজ উন্নয়ন অ্যাওয়াডের্র কাজ শুরু শেষ পর্যন্ত পর্যাক্রমিক ধাপসমূহঃ
সমাজ উন্নয়ন অ্যাওয়াডের্র কাজ শুরু করা জন্য একজন রোভার স্কাউট তার ইউনিট লিডারের অনুমোদন নিয়ে কাজ শুরু করবে। 
 
স্বাস্থ্য কেন্দ্রে বা অন্য প্রতিষ্ঠানের সাথে ইউনিট লিডার ও জেলা সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য)এর মাধ্যমে যোগাযোগ করতে হবে। সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ডের জন্য পারদর্শিতা ব্যাজসমূহ এবং প্রকল্পসমূহের (প্রকল্প প্রস্তাবসহ) কাজ শুর করার আগে পৃথক অথবা একত্রে অনুমোদন নিতে হবে।

বাংলাদেশ স্কাউটস-এর জেলায় জেলায় সমাজ উন্নয়ন প্রকল্পসমূহ হলোঃ 
১. বৃক্ষরোপন প্রকল্প, ২. রাস্তাঘাট ও সাকো মেরামত প্রকল্প, ৩. পরিষ্কার পরিচ্ছন্নতা ও গারবেজ পিটস স্থাপন প্রকল্প, ৪. স্যানিটেশন প্রকল্প, ৫. স্কুল/ কলেজ/ ধর্মীয় স্থান মেরামত ও সংস্কার প্রকল্প, ৬. নিরাপদ পানি পান ও বিশুদ্ব করণ প্রকল্প, ৭. নার্সারি প্রকল্প, ৮. পরিবেশ উন্নয়ন প্রকল্প, ৯. উন্নত চুলা তৈরী প্রকল্প, ১০. স্বাস্থ্য ও পুষ্টি সচেতনতা বৃদ্ধি প্রকল্প, ১১. কিচেন গার্ডেন প্রকল্প ইত্যাদি।

প্রকল্প বাস্তবায়নঃ
উক্ত প্রকল্পসমূহ হতে যে কোন চারটি প্রকল্প বাস্তবায়ন করা যেতে পারে। প্রকল্পসূমহ বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ স্কাউটস-এর জেলায় জেলায় সমাজ উন্নয়ন প্রকল্পবাস্তবায়নের গাইড লাইন অনুযায়ী। প্রকল্পের সময়কাল হবে প্রকল্পের কাজের ধরন অনুযায়ী কমপক্ষে ৬ (ছয়) মাস।
 
কাজ শেষে রিপোর্ট জমা দিয়ে মূল্যায়নের পর চূড়ান্ত অনুমোদন নিতে হবে। ইউনিট লিডার, জেলা সম্পাদক, জেলা রোভার লিডার, জেলা সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এবং জেলা কমিশনার। সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড-এর জন্য সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড সুপারিশ ফরম ও লগ বই স্বাক্ষর করে অঞ্চলে জেলা সম্পাদক প্রেরণ করবে।
 
সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড-এর লগ বই লেখার নিয়মঃ 
লগ বইয়ের শতকরা ৭৫ভাগ হাতে লিখতে হবে এবং শতকরা ২৫ভাগ কম্পিউটার কম্পোজ করা যাবে।
 
সমাজ উন্নয়ন অ্যাওয়াডের্র কাজ শুরু করা জন্য একজন রোভার স্কাউট তার ইউনিট লিডারের অনুমোদন নিয়ে কাজ শুরু করবে। স্বাস্থ্য কেন্দ্রে বা অন্য প্রতিষ্ঠানের সাথে ইউনিট লিডার ও জেলা সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এর মাধ্যমে যোগাযোগ করতে হবে। সমাজ উন্নয়ন অ্যাওয়াডের্র পারদর্শিতা ব্যাজসমূহের কাজ শুরু করার আগে পৃথক অথবা একত্রে অনুমোদন নিতে হবে। কাজ শেষে রিপোর্ট জমা দিয়ে মূল্যায়নের পর চূড়ান্ত অনুমোদন নিতে হবে। ইউনিট লিডার, জেলা সম্পাদক, জেলা রোভার লিডার, জেলা সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য) এবং জেলা কমিশনার সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড-এর জন্য সুপারিশ ফরম ও লগ বই স্বাক্ষর করে অঞ্চলে জেলা সম্পাদক প্রেরণ করবে। জেলা রোভার, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে পৃথক লিখিত ও মৌখিক মূল্যায়ন অংশগ্রহণ করতে হয়।
 
লিখিত ও মৌখিক মূল্যায়নের ধাপ সমূহ/ পদ্ধতিঃ
জেলা রোভার, অঞ্চল এবং জাতীয় পর্যায়ে পৃথক লিখিত ও মৌখিক মূল্যায়ন করতে হবে। ৩০০ নম্বরের মূল্যায়ন হবে। লিখিত ১০০ নম্বর, লগ বই ৭৫ নম্বর, মাই প্রোগ্রেস ২৫ নম্বর এবং মৌখিক ১০০ নম্বর এর পরীক্ষা হবে। অ্যাওয়ার্ড অর্জনের জন্য রোভার স্কাউটকে পৃথকভাবে ৭০% নম্বর প্রাপ্ত হতে হবে। 
 
লগ বই লেখার নিয়ম/নমুনাঃ

 

 

Post a Comment

0 Comments