"মুজিব বর্ষ আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতা ২০২১" এ বিভাগীয় পর্যায়ের প্রথম রাউন্ডে বিজয় অর্জন

বাংলাদেশ স্কাউটস, রোভার অঞ্চল এর তত্ত্বাবধায়নে রংপুর জেলা রোভার কর্তৃক আয়োজিত "মুজিব বর্ষ আন্তঃইউনিট বিতর্ক প্রতিযোগিতা ২০২১" এ বিভাগীয় পর্যায়ের প্রথম রাউন্ডে অংশ গ্রহণ করে এবং রংপুর জেলার হয়ে বিজয় অর্জন করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, রংপুর এর তিন রোভার সদস্য।


তাদের নাম ও বিতর্কে তাদের অবস্থানঃ
প্রথম বক্তাঃ সাব্বির ইসতিয়াক আহমেদ (রোভার সদস্য)
দ্বিতীয় বক্তাঃ রাতুল বসাক (রোভার মেট)
দলনেতা/তৃতীয় বক্তাঃ সাইদুর জামান বাপ্পি (রোভার সদস্য)


প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় ১৩ই সেপ্টেম্বর ২০২১।

পুরো বিতর্কটি সনাতন পদ্ধতিতে হয় এবং অনলাইনে অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিলোঃ “শিল্প নয়, কৃষিভিত্তিক অর্থনীতিই গড়বে সোনার বাংলা। ”


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ, রংপুর রংপুর জেলার হয়ে এর বিপক্ষের অবস্থান নেয়। এবং পক্ষে থাকে কুড়িগ্রাম জেলার হয়ে কুড়িগ্রাম সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।

আশা রাখি বিতর্কটি ভালো লাগবে। পুরো বিতর্কটি অনলাইন ভিত্তিক হওয়ায় কিছুটা নেটওয়ার্ক ঘটিত সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এই ত্রুটিটি ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন।

Post a Comment

0 Comments