রোভার স্কাউট পোশাক
কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট, ইউনিট লিডার, গ্রুপ স্কাউট লিডার ও অন্যান্য সনদপ্রাপ্ত পদের অধিকারী সদস্যরা স্কাউট পোশাক পরতে পারবেন। সনদবিহীন সদস্যগণ যেমন সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্পাদক ও কমিটির সদস্যগণ দীক্ষা গ্রহণের পর স্কাউট পোশাক পরতে পারবেন। তারা ইউনিট লিডারের অনুরূপ পোশাক পরবেন। তবে নির্ধারিত স্কাফ, সদস্য ব্যাজ ও "গঠন ও নিয়ম তফসিল - ১" অনুযায়ী প্রাপ্ত সম্মানীয় পদক বা অ্যাওয়ার্ড ছাড়া অন্য কিছু পরতে পারবেন না।
স্কাউট পোশাক পরার নিয়মাবলীঃ
- স্কাউট পোশাক সঠিক মাপ ও নমুনার হতে হবে।
- বাংলাদেশ স্কাউটস কর্তৃক অনুমোদিত ব্যাজ ছাড়া অন্য কোন প্রতীক বা অলংকার স্কাউট পোশাকে ব্যবহার করা যাবে না।
- কোন অনুষ্ঠানে যোগদানের সময় সুন্দর ও পরিপাটি স্কাউট পোশাক পরতে হবে।
- বাংলাদেশ স্কাউটসের সকল সদস্য তাদের স্বীকৃত যোগ্যতা, দক্ষতা, পারদর্শিতা, সম্মানসূচক পদক ও পদমর্যাদার প্রতীক স্বরূপ ভিন্ন ভিন্ন স্তরের জন্য নির্ধারিত ব্যাজ বা পদকগুলো স্কাউট পোশাকে পরতে পারবেন। একজন সদস্য একই বিষয়ের ওপর একাধিক বা অন্য শাখার ব্যাজ স্কাউট পোশাকে পরতে বা হস্তান্তর করতে পারবে না।
- এক স্তরের ইউনিটের শাখার জন্য নির্ধারিত ব্যাজ অন্য কোন স্তরের ইউনিটের শাখার সদস্যরা পরতে পারবে না।
- বাংলাদেশ স্কাউটস কর্তৃক তৈরিকৃত স্কাউট ব্যাজ, বই, রেপ্লিকা, পদক ও অ্যাওয়ার্ডসমূহ জাতীয় সদর দফতর কর্তৃক অনুমোদিত, নিয়ন্ত্রিত এবং সংরক্ষিত।
"গঠন ও নিয়ম তফসিল - ১" অনুযায়ী একজন রোভার স্কাউট এর পোশাক সম্পর্কিত বিস্তারিত নিচে দেওয়া হলো।
রোভার স্কাউট পোশাকঃ (ছেলে)
- টুপিঃ স্কাউট মনোগ্রামযুক্ত নেভী ব্লু রংয়ের পিক যুক্ত বেইস বল (Base Ball) টুপি (বাধ্যতামূলক নয়, তবে পরলে ইউনিটের সকলকে একসাথে পরতে হবে)।
- শার্টঃ ছাই ( আ্যাশ) রংয়ের আ্যাপুলেটসহ দুই পকেটওয়ালা ঢাকনা যুক্ত (মাঝখানে প্লেট সহ) হাফ বা ফুল হাতা শার্ট ( একই ইউনিটে সকল সদস্যদের একই ধরনের হাফ অথবা ফুল হাতা শার্ট পরতে হবে)।
- প্যান্টঃ স্রেট কাট গাড় নেভি ব্লু রংয়ের ফুলপ্যান্ট নিচের মুহরি ৪০-৪৫ সে.মি হবে।
- বেল্টঃ বাংলাদেশ স্কাউটসের মনোগ্রাম সম্বলিত Buckle ওয়ালা কালো রং এর চামড়ার বেল্ট পরতে হবে।
|
|
- শোল্ডারর অ্যাপুলেটঃ দীক্ষাপ্রাপ্ত রোভার স্কাউট দুই কাঁধের পেটিতে দক্ষতা অ্যাপুলেট পরবে।
- জুতাঃ কালো রংয়ের জুতা।
- মোজাঃ নেভী ব্লু রং মোজা।
- স্কার্ফঃ জেলা রোভার স্কাউটস কতৃক গ্রুপেরর জন্য অনুমোদিত স্কার্ফ।
- গ্রুপ পরিচিতি ব্যাজঃ Oval বা ডিম্বাকৃতির লাল পটভূমিতে সাদা রংয়ের লেখা (স্কীন প্রিন্ট / আ্যাম্ব্রডারী গ্রুপ নম্বর সহ ) পরিচিতি ব্যাজ শার্টের বাম হাতার উপরের অংশে অঞ্চল পরিচিতি ব্যাজের নিচে পরতে হবে।
- নাম ফলকঃ হালকা নীল রংয়ের পটভূমিতে সাদা রংয়ে (রেজিষ্ট্রেশন নাম্বারসহ) লেখা কাপড়ের অথবা প্লাষ্টিকের নাম ফলক ডান বুক পকেটের ঢাকনার লাইনের ওপরে পরতে হবে।
- জাতীয় পতাকার রেপলিকাঃ স্কাউট পোশাকের শার্টের ডান পকেটের ঢাকনার লাইনের উপরে নাম ফলকের ওপরে জাতীয় পতাকার রেপ্লিকা পরতে হবে।
- অঞ্চল পরিচিত ব্যাজ এবং বাংলাদেশ পরিচিতি ব্যাজঃ স্কাউট পোশাকের শার্টের বাম হাতার উপরের অংশে কাঁধের নীচে প্রথমে অর্ধবৃত্তাকারে বাংলাদেশ লেখা ব্যাজ অতঃপর তার নীচে প্রায় অনুরূপ সাইজের অঞ্চল পরিচিতি ব্যাজ পরতে হবে।
- বাঁশিঃ রোভার মেট ও সিনিয়র রোভার মেটের বাম কর্ডসহ বাশি থাকবে।
- শীতের পোশাকঃ শীতকালে স্কাউট পোশাকের সাথে মনোগ্রাম যুক্ত নেভী ব্লু রং এর ভি কলারের সোয়েটার পরতে হবে।
রোভার স্কাউট পোশাকঃ (মেয়ে)
- টুপিঃ স্কাউট মনোগ্রাম যুক্ত নেভী ব্লু রংয়ের পিকযুক্ত বেইস বল (Base ball) টুপি।
- কামিজঃ ছাই (আ্যাশ) রংয়ের লম্বা কামিজ হাঁটুর চার আঙুল নিচ পর্যন্ত (প্রত্যেক ইউনিটে একই রকম হাফ বা ফুল কামিজ পরতে হবে)।
- ওড়নাঃ গাঢ় নেভী ব্লু রংয়ের ওড়না। (যদি কোনো মাথায় স্কার্ফ পরতে চায় ; তবে তাকে কামিজের রংয়ের কাপড় স্কার্ফ পরতে হবে)।
- সালোয়ারঃ গাঢ় নেভী ব্লু রংয়ের সালোয়ার।
- বেল্টঃ বাংলাদেশ স্কাউটস এর মনোগ্রামযুক্ত Buckle বিশিষ্ট কালো রং এর কাপড়ের বেল্ট পরতে হবে।
- শোল্ডার অ্যাপুলেটঃ কাঁধের পেটিতে দিক্ষা প্রাপ্ত রোভার স্কাউটসকে " স্তর অ্যাপুলেট পরবে।
- জুতাঃ কালো রংয়ের জুতা।
- মোজাঃ নেভী ব্লু রংয়ের মোজা।
- স্কার্ফঃ জেলা রোভার স্কাউটস কতৃক গ্রুপেরর জন্য অনুমোদিত স্কার্ফ।
- গ্রুপ পরিচিতি ব্যাজঃ ডিম্বাকৃতির লাল পটভূমিতে সাদা রংয়ের লেখা (স্কীন প্রিন্ট / আ্যাম্ব্রডারী গ্রুপ নম্বর সহ) পরিচিতি ব্যাজ কামিজের উভয় হাতার উপরের অংশে অঞ্চল পরিচিতি ব্যাজের নিচে পরতে হবে।
- নাম ফলকঃ হালকা নীল রংয়ের পটভূমিতে সাদা রংয়ে (রেজিষ্ট্রেশন নাম্বারসহ) লেখা কাপড়ের অথবা প্লাষ্টিকের নাম ফলক ডান বুক পকেটের ঢাকনার লাইনের ওপরে পরতে হবে।
- জাতীয় পতাকার রেপলিকাঃ স্কাউট পোশাকের কামিজ / জামা /ব্লাউজের ডান দিকে নাম ফলকের ওপরে জাতীয় পতাকার রেপ্লিকা পরতে হবে।
- অঞ্চল পরিচিতি ব্যাজ এবং বাংলাদেশ পরিচিতি ব্যাজঃ স্কাউট পোশাকের কামিজ / জামা /ব্লাউজের বাম হাতার উপরের অংশে কাঁধের নীচে প্রথমে অর্ধবৃত্তাকারে বাংলাদেশ লেখা ব্যাজ অতঃপর তার নীচে প্রায় অনুরূপ সাইজের অঞ্চল পরিচিতি ব্যাজ পরতে হবে।
- বাঁশিঃ সিনিয়র রোভার মেট ও রোভার মেট বাম কাঁধে কড যুক্ত বাঁশি রাখতে পারবে।
- শীতের পোশাকঃ শীতকালে স্কাউট পোশাকের সাথে মনোগ্রাম যুক্ত নেভী ব্লু রংয়ের ভি কলারের সোয়েটার পরতে হবে।
পদমর্যাদার ব্যাজঃ (রোভার শাখা)
রোভার স্কাউটের সকল দক্ষতা ও পদমর্যাদার ব্যাজ সাধারণত পোশাকের বাম অংশে পরা হয়। এ ক্ষেত্রে নিয়মানুযায়ী যথাযথভাবে ব্যাজ পরতে হবে।
১. সহকারী রোভার মেট ব্যাজঃ স্কাউট পোশাকের শার্ট/কামিজের বাম বুক পকেটে সদস্য ব্যাজের উভয় পাশে ১.২৫ সে.মি. মাপের চওড়া লাল কাপড়ের একটি ফিতা সেলাই করে পরতে হবে। সহকারী রোভার মেট মেয়ে হলে বাম পাশে ওড়নায় এই ব্যাজ পরতে হবে।
২. রোভার মেট ব্যাজঃ রোভার মেট স্কাউট পোশাকের শার্ট/কামিজের বাম বুক পকেটে সদস্য ব্যাজের উভয় পাশে একটি করে মোট দুইটি ১.২৫ সে.মি. মাপের চওড়া লাল কাপড়ের একটি ফিতা সেলাই করে পরতে হবে। রোভার মেট মেয়ে হলে বাম পাশে ওড়নায় এই ব্যাজ পরতে হবে।
৩. সিনিয়র রোভার মেট ব্যাজঃ সিনিয়র রোভার মেট রোভার ইউনিটে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারি রোভার। তার স্কাউট পোশাকের শার্ট/কামিজের বাম বুক পকেটের মাঝখানে প্লেটের ওপর একটি এবং সদস্য ব্যাজের উভয় পাশে একটি করে মোট তিনটি ১.২৫ সে.মি. মাপের চওড়া লাল কাপড়ের একটি ফিতা সেলাই করে পরতে হবে। সিনিয়র রোভার মেট মেয়ে হলে বাম পাশে ওড়নায় এই ব্যাজ পরতে হবে।
রোভার স্কাউটের সকল দক্ষতা ও পদমর্যাদার ব্যাজ সাধারণত পোশাকের বাম অংশে পরা হয়। এ ক্ষেত্রে নিয়মানুযায়ী যথাযথভাবে ব্যাজ পরতে হবে।
১. সহকারী রোভার মেট ব্যাজঃ স্কাউট পোশাকের শার্ট/কামিজের বাম বুক পকেটে সদস্য ব্যাজের উভয় পাশে ১.২৫ সে.মি. মাপের চওড়া লাল কাপড়ের একটি ফিতা সেলাই করে পরতে হবে। সহকারী রোভার মেট মেয়ে হলে বাম পাশে ওড়নায় এই ব্যাজ পরতে হবে।
২. রোভার মেট ব্যাজঃ রোভার মেট স্কাউট পোশাকের শার্ট/কামিজের বাম বুক পকেটে সদস্য ব্যাজের উভয় পাশে একটি করে মোট দুইটি ১.২৫ সে.মি. মাপের চওড়া লাল কাপড়ের একটি ফিতা সেলাই করে পরতে হবে। রোভার মেট মেয়ে হলে বাম পাশে ওড়নায় এই ব্যাজ পরতে হবে।
৩. সিনিয়র রোভার মেট ব্যাজঃ সিনিয়র রোভার মেট রোভার ইউনিটে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারি রোভার। তার স্কাউট পোশাকের শার্ট/কামিজের বাম বুক পকেটের মাঝখানে প্লেটের ওপর একটি এবং সদস্য ব্যাজের উভয় পাশে একটি করে মোট তিনটি ১.২৫ সে.মি. মাপের চওড়া লাল কাপড়ের একটি ফিতা সেলাই করে পরতে হবে। সিনিয়র রোভার মেট মেয়ে হলে বাম পাশে ওড়নায় এই ব্যাজ পরতে হবে।
|
|
|
|||||||
|
|
|
অঞ্চল পরিচিতি ব্যাজঃ
বাংলাদেশ স্কাউটস কর্তৃক নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে অঞ্চল পরিচিতি ব্যাজ তৈরি ও ব্যবহার করা হয়। এই ব্যাজ জাতীয় সদর দফতর কর্তৃক অনুমোদিত হতে হয়। স্ব স্ব অঞ্চলের তালিকাভুক্ত কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট, স্কাউটার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ স্কাউট পোশাক শার্টের বাম হাতার উপরের অংশে কাঁধের নিচে প্রথমে অর্ধাবৃত্তাকারে বাংলাদেশ লেখা ব্যাজ এর নিচে প্রায় অনুরূপ সাইজের অঞ্চল পরিচিতি ব্যাজ সেলাই করে পরতে হবে। মহিলা/মেয়েদের ক্ষেত্রে ব্লাউজ/কামিজ/জামার বাম হাতার ওপরের অংশে একই নিয়মে পরতে হবে।
আমাদের অঞ্চলের নাম রোভার অঞ্চল। রোভার অঞ্চলের ব্যাজে হালকা লাল পটভূমিতে লাল বেষ্টনীর মাঝে কালো রঙয়ে চালকসহ একটি ছুটন্ত ঘোড়া, সামনে স্কাউট মনোগ্রাম, সবুজ রঙয়ে বামে "রোভার অঞ্চল" ও ডানে ইংরেজিতে বাংলাদেশ স্কাউটস (Bangladesh Scouts) লেখা আছে।
বাংলাদেশ স্কাউটস কর্তৃক নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যের ওপর ভিত্তি করে অঞ্চল পরিচিতি ব্যাজ তৈরি ও ব্যবহার করা হয়। এই ব্যাজ জাতীয় সদর দফতর কর্তৃক অনুমোদিত হতে হয়। স্ব স্ব অঞ্চলের তালিকাভুক্ত কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট, স্কাউটার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ স্কাউট পোশাক শার্টের বাম হাতার উপরের অংশে কাঁধের নিচে প্রথমে অর্ধাবৃত্তাকারে বাংলাদেশ লেখা ব্যাজ এর নিচে প্রায় অনুরূপ সাইজের অঞ্চল পরিচিতি ব্যাজ সেলাই করে পরতে হবে। মহিলা/মেয়েদের ক্ষেত্রে ব্লাউজ/কামিজ/জামার বাম হাতার ওপরের অংশে একই নিয়মে পরতে হবে।
আমাদের অঞ্চলের নাম রোভার অঞ্চল। রোভার অঞ্চলের ব্যাজে হালকা লাল পটভূমিতে লাল বেষ্টনীর মাঝে কালো রঙয়ে চালকসহ একটি ছুটন্ত ঘোড়া, সামনে স্কাউট মনোগ্রাম, সবুজ রঙয়ে বামে "রোভার অঞ্চল" ও ডানে ইংরেজিতে বাংলাদেশ স্কাউটস (Bangladesh Scouts) লেখা আছে।
অন্যান্য ব্যাজ পরার নিয়মাবলীঃ
সদস্য ব্যাজ ও বিশ্ব স্কাউট ব্যাজ দীক্ষাপ্রাপ্ত কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউট, স্কাউটার ও কর্মকর্তাগণ পরতে পারলেও অন্যান্য দক্ষতা ও পারদর্শিতা ব্যাজ শুধু মাত্র কাব স্কাউট, স্কাউট, রোভার স্কাউটরা অর্জন করে পরতে পারেন।
সদস্য ব্যাজ অর্জনের পর তা স্কাউট পোশাকের শার্টের বাম বুক পকেটের মাঝখানে বা শাড়ি/কামিজ/জামার বাম পার্শ্বে সেলাই করতে হবে। তার পাশাপাশি সদস্য ব্যাজ অর্জন করার পরে সদস্য স্তরের শোল্ডার অ্যাপুলেট পরতে হবে। বিশ্ব স্কাউট ব্যাজ শার্টের দান বুক পকেটের মাঝখানে বা শাড়ী/কামিজ/জামার ডান পাশে সেলাই করতে হবে। সকল স্কাউট দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে স্কাউট পোশাকের শার্টের দান পকেটের ঢাকনার উপরে নাম ফলক এবং তার উপরে জাতীয় পতাকার রেপ্লিকা পরতে হবে। রেপ্লিকার অগ্রভাগ বাম দিকে এবং উড়ন্ত ভাগ ডান দিকে রেখে পরতে হবে।
সদস্য ব্যাজ অর্জনের পর তা স্কাউট পোশাকের শার্টের বাম বুক পকেটের মাঝখানে বা শাড়ি/কামিজ/জামার বাম পার্শ্বে সেলাই করতে হবে। তার পাশাপাশি সদস্য ব্যাজ অর্জন করার পরে সদস্য স্তরের শোল্ডার অ্যাপুলেট পরতে হবে। বিশ্ব স্কাউট ব্যাজ শার্টের দান বুক পকেটের মাঝখানে বা শাড়ী/কামিজ/জামার ডান পাশে সেলাই করতে হবে। সকল স্কাউট দীক্ষাপ্রাপ্ত হওয়ার পরে স্কাউট পোশাকের শার্টের দান পকেটের ঢাকনার উপরে নাম ফলক এবং তার উপরে জাতীয় পতাকার রেপ্লিকা পরতে হবে। রেপ্লিকার অগ্রভাগ বাম দিকে এবং উড়ন্ত ভাগ ডান দিকে রেখে পরতে হবে।
বিশ্ব স্কাউট ব্যাজ ও জাতীয় পতাকার রেপ্লিকা |
বাংলা ও ইংরেজিতে বাংলাদেশ পরিচিতি ব্যাজ সকলকে পরতে হবে। বাংলায় লেখা ব্যাজ বাম হাতে এবং ইংরেজিতে লেখা ব্যাজ ডান হাতের বাহুর উপরের অংশে; কাঁধের নিচে পরতে হবে। শাখা ভিত্তিক অর্জিত সকল পারদর্শিতা ব্যাজ স্কাউট পোশাকের ডান হাতের কুনুই ও কাঁধের মাঝখানে পরতে হবে এবং সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড ব্যাজ স্কাউট পোশাকের বাম হাতের কনুই ও কাঁধের মাঝখানে পরতে হবে।
2 Comments
Some of the media links are not working. (ie. Rover Region) Also, upon clicking the uniform shirt for boys, it is directed to the adjacent image. Otherwise, superb article. The quality of your website exceeds my expectations again and again.
ReplyDeleteFor some reason, all links are muted. And we set the image directed to the adjacent image in drive. So anyone can easily download it form there.
DeleteAnd thank you for staying with us and supporting us.