Bowline Knot

বোলাইন নট

Bowline Knot

বোলাইন নামটি "Bow Line" থেকে এসেছে। পূর্বে নৌকা বা জাহাজের অগ্রভাগের সাথে পালের প্রান্ত পর্যন্ত বাঁধতে যে গিঁট (গেরো) ব্যবহার করা হতো তাই বোলাইন।

এটি একটি প্রাচীন এবং সহজ গিঁট। এটি বাঁধা এবং খোলা দুটোই সহজ। প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বোলাইন বা জীবন রক্ষা গেরোকে "সকল গেরোর রাজা" বলা হয়। বিভিন্ন ধরনের উদ্ধার কাজে এই গেরো ব্যবহার করা হয় বলেই এই গেরোটি সকলের কাছে "জীবন রক্ষা গেরো" নামেই পরিচিত।

যদিও এই গেরোটি দেখতে অনেকটাই পাল গেরোর মত কিন্তু এর চলমান প্রান্তে একটি লুপ থাকে যা দ্বারা এই গেরোর মূল কাজ সম্পাদন করা হয়। এই গেরোর মূল বাধনের উপর উদ্ধারকৃত বস্তু অথবা মানুষ/জন্তুর ৬৫% ওজন থাকে।

ইতিহাস এবং ব্যুৎপত্তিঃ 

গিঁটটি প্রথমে জন স্মিথের অ্যা সি গ্রামার বইয়ে ১৯৬১ সালে প্রথম উল্লেখ করা হয়েছিল। ১৯৫৪ সালে খননকালে মিশরীয় ফেরাউন খুফুর একটি সৌর জাহাজের কারচুপির উপর এর আবিষ্কার তার প্রাচীন উৎসের সাক্ষ্য দেয়।

 

যেভাবে একটি বোলাইন নট বাঁধবেন তা দেখতে নিচের ভিডিওটি দেখতে পারেন।

উপকরণঃ 

একটি লম্বা রশি।

তৈরি কৌশলঃ 

রশির চলমান প্রান্ত ডান হাতে ধরতে হবে। বাম হাতের তালু উপরে দিয়ে সামনে যতদূর সম্ভব  প্রসারিত করে তালুর উপর দিয়ে রশিটির স্থির অংশ রেখে ডান হাত ডান দিকে উপরে প্রসারিত করে চলমান প্রান্ত ছেড়ে দিয়ে বাম হাতের ওপর রশির অংশ মধ্যমার ওপর  রেখে বৃদ্ধা আংগুল দিয়ে চেপে ধরতে হবে এবং ঐখানেই চলমান প্রান্তের অংশ দিয়ে ঘড়ির উল্টোদিকে ঘুরিয়ে একটি লুপ তৈরি করতে হবে এবং স্থির অংশ তর্জুনীর উপর রাখতে হবে। এবার ডান হাতে চলমান প্রান্ত ধরে লুপের নিচ দিয়ে ওপরে উঠিয়ে স্থির প্রান্তের নিচ দিয়ে ওপরে উঠিয়ে আবার লুপের ভিতর দিয়ে রশির সাথে একত্রে ডান হাত দিয়ে ধরতে হবে এবং বাম হাত দিয়ে স্থির প্রান্ত টান দিলে জীবন রক্ষা গেরো তৈরি করতে হয়। এই গেরো কোমরে দিয়েও অনুশীলন করা যায়।

ব্যবহারসমূহঃ 

বিভিন্ন ধরনের উদ্ধার কাজ সম্পন্ন করার জন্য এই গেরো ব্যবহার করা হয়। 

কোনও বানজোর সাথে নরম স্ট্রিং সংযুক্ত করার জন্য এই গেরো ব্যবহার করা হয়। 

গাছের উপরে ওঠা, নিরাপদে একটি ঘোড়া বেঁধে রাখা এবং হ্যান্ডেল লাইনের একটি ঘুড়ির সাথে সংযোগ স্থাপন করতে এই গেরো ব্যবহার করা হয়। 

সুবিধাঃ 

যদি কেউ আহত হন বা অন্যান্য সমস্যা থাকে তবে এটি এক হাত দিয়ে বাঁধা যাবে।

এটি পিছলে যায় না। 

এটি দ্রুত ও সহজে বাঁধাই করা যায় অপরদিকে খুব সহজেই উন্মুক্ত করা যায়। 

এই গেরো বাধার পর চলমান প্রান্তে একটি লুপ তৈরী হয় যা ওপর থেকে নিচে ফেলে অথবা দূরে ছুরে ফেলে উদ্ধার কাজে ব্যবহার করা যায়।

বোলাইন নট এর প্রকারভেদঃ 

১. স্প্যানিশ বোলাইন নট

২. ফ্রান্স বোলাইন নট

৩. রানিং বোলাইন নট

৪. ডাবল বোলাইন নট

৫. ট্রিপলবোলাইন নট

৬. ওয়াটার বোলাইন নট,

৭. বোলাইন অন এ বাইট

৮. ইয়োসেমাইট বোলাইন ইত্যাদি।

 

Post a Comment

0 Comments